Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে সম্মানের সঙ্গে জয়লাভ করা দলের জন্য চ্যালেঞ্জ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ২০:০১

ফাইল ছবি: ওবায়দুল কাদের

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্মানের সঙ্গে জয়লাভ করা দলের জন্য একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে বিএনপির অনুপস্থিতির বিষয়টি পার্টিসিপেটারি ভোটার টার্ন আউটের মাধ্যমে কাভার করতে হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলের দফতর বিষয়ক উপ-কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। ইলেকশন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। দেশের নাম্বার ওয়ান অপজিশন ইলেকশনে নেই। শুধু বয়কট করেনি। তারা ইলেকশনটাকে পন্ড করার জন্য ভণ্ডুলের ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে।’

এর সঙ্গে বিদেশি কারও কারও হাত রয়েছে দাবি করে তিনি বলেন, ‘তাদের সূদুরপ্রসারী লক্ষ্যও আছে। এখানে তাদের ভূ-রাজনৈতিক স্বার্থও জড়িত থাকতে পারে। তাদের ব্যবসায়িক প্রাপ্তির একটা ক্ষেত্র তৈরি করতে পারে। সামরিক দিক থেকে এই অঞ্চলের আধিপত্য বিস্তারে বা নিজেদের শক্তিকে অক্ষুণ্ন রাখার প্রতিযোগিতায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কাজে লাগানোর ষড়যন্ত্র আছে।’

তিনি আরও বলেন, ‘এসব দিক থেকে আমাদের জন্য এই ইলেকশন যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইলেকশন ভণ্ডুল করা নয়, তাদের মূল লক্ষ্য ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনাকে হঠানো। যিনি ১৫ বছর একাধারে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের নতুন নতুন অর্জনের হাইড দিয়েছেন। একজন স্বপ্নের স্টেটসম্যান সব দেশে সবসময় জন্ম নেয় না।’

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে বদ্বীপ পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই তার সবসময়ের ভাবনা বলেও জানান ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

নির্বাচনের জন্য দলের সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন তো সবাই অফিসে বসে খুব গল্প-গুজব করছেন। ১৬ তারিখের পর আর হবে না। ১৬ তারিখের পর সবাইকে কাজে নেমে পড়তে হবে। সময় খুব কম। ৭ জানুয়ারি নির্বাচন। ৫ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের সুযোগ আছে। নেত্রী ২০ তারিখে যাবেন সিলেট। সেখান থেকে এসে তিনি আরও কয়েক জায়গায় যেতে পারেন।’

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং দফতর বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্যাহর সভাপতিত্বে সভা পরিচালনা করেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং উপ-দফতর সম্পাদক সায়েম খান। সভায় দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর