Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেক যাচ্ছেন না রাষ্ট্রপতি, কটেজ বন্ধের ঘোষণা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৮:১৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ২১:৫৪

রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের তিন দিনের সফর বাতিল হয়েছে। ফলে রাষ্ট্রপতির সফর ঘিরে সাজেকে পর্যটকদের জন্য কটেজ বুকিং বন্ধের যে ঘোষণা এসেছিল, সেই ঘোষণা বাতিল করেছে কটেজ মালিক সমিতি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হকের সই করা এক আদেশে রাষ্ট্রপতির সাজেক সফর বাতিলের তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হলো।

এদিকে রাষ্ট্রপতির ২০-২২ ডিসেম্বরের সফরসূচি বিবেচনায় নিয়ে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন সাজেকের সব কটেজ ও রিসোর্ট পর্যটকদের জন্য বন্ধের ঘোষণা দিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। রাষ্ট্রপতির সফর বাতিলের ঘোষণায় সেই ঘোষণাও বাতিল করা হয়েছে। ফলে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যটকরা সাজেকে নিজেদের পছন্দ অনুযায়ী কটেজ বুক করতে পারবেন।

সারাবাংলা/টিআর

টপ নিউজ মো. সাহাবুদ্দিন রাঙ্গামাটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির সফর সাজেক ভ্যালি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর