Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবার সঙ্গে আলোচনা করে গণতন্ত্রের পথে ফিরে আসুন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৬:১০

ঢাকা: সবার সঙ্গে আলোচনা করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে আহ্বায়ন জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে অবরোধের পক্ষে মিছিল ও সমাবেশ থেকে তারা এ আহ্বান জানান। মিছিলটি তোপখানা রোডের মেহেরবা প্লাজায় সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবে সামনে দিয়ে পুনরায় মেহরাব প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশ থেকে নেতারা বলেন, ‘দমন-পীড়ন বন্ধ করুন। মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত দিন। দেশের ঐতিহ্যবাহী দল হিসেবে আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক নেতার ভূমিকা পালন করা উচিত, জোকারের ভূমিকা নয়। এখনো সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন। সকল পক্ষে সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবত করতে কার্যকর ব্যবস্থা নিন।’

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক কমরেড আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পাটির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

গণতান্ত্রিক বাম ঐক্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর