Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১৬:০৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৪

ঢাকা: অবরোধ সফল করতে রাজধানীর বেশ কয়েকটি স্থানে মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এসব মিছিল হয়।

সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে যুবদলের মিছিলটি শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে বকশি হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবিতে ১১তম ধাপে বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফল করতে এ মিছিল আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

মিছিলে অংশ নেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, যুবদল মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম এবং যুবদল কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেলসহ মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর থানা যুবদলের নেতারা।

এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজধানীর পাঁচটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার এসব মিছিলে নেতৃত্ব দেন।

রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত, মগবাজার ওয়ারলেস গেট থেকে মগবাজার মোড় পর্যন্ত, সেগুনবাগিচা, সেন্ট্রাল রোড থেকে আইডিয়াল কলেজ পর্যন্ত এবং বনশ্রী থেকে রামপুরা সংযোগ সড়ক পর্যন্ত মিছিল করে।

মিছিলগুলোতে অংশ নেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি নাসির মোল্লা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এসএম সায়েম, সহ সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

বিজ্ঞাপন

মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি দাবিতে স্লোগান দেন।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ মিছিল যুবদল রাজধানী স্বেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর