Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের ৪ নেতা-কর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ১১:০৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ৪ নেতা-কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিতে নিহতরা হলেন, ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক সভাপতি বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রহিন ত্রিপুরা।

বিজ্ঞাপন

এছাড়া এই ঘটনায় ইউপিডিএফ সংগঠক হরি কমল ত্রিপুরা, নীতিদত্ত চাকমাসহ ৩ জন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পানছড়ি থানার ওসি শফিউল আলম জানান, গতকাল ১১ ডিসেম্বর রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে লোগাংয়ের অনিল পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, লাশ উদ্ধার করে ফিরে আসার পর বিস্তারিত বলা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

ইউপিডিএফ খাগড়াছড়ি দুর্বৃত্তের গুলি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর