রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে ৫ দিন বন্ধ থাকবে রিসোর্ট-কটেজ
১২ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ০৯:১২
রাঙ্গামাটি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাজেক সফর উপলক্ষে ৫ দিন রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সব রিসোর্ট-কটেজে বন্ধ থাকবে। সাজেক কটেজ মালিক সমিতি ‘অনিবার্য’ কারণ দেখিয়ে কটেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাজেক কটেজ মালিক সমিতির অফিসিয়াল ফেসবুক পেজে ‘অনিবার্য’ কারণে উল্লেখ করে জানানো হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সকল কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কটেজ-রিসোর্ট বুকিং করা পর্যটকদের বুকিং ও রিসিডিউল করা আহ্বান জানানো হয়েছে।
কটেজ মালিক সমিতির পেজে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতিমধ্যে যারা এই সময়ের জন্য কটেজ-রিসোর্টের বুকিং সম্পন্ন করেছেন তাদের যথানিয়মে বুকিং বাতিল অথবা রিসিডিউল করার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এদিকে, রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির সাজেকে অবকাশ যাপন উপলক্ষে সব ধরণের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক মালিকরা জানান, মূলত রাষ্ট্রপতির সাজেক সফর কেন্দ্র করে সব রিসোর্ট-কটেজ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে নোটিশ জারি করেছে সাজেক কটেজ মালিক সমিতি।
সারাবাংলা/পিআর/এমও