Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে আইনবিষয়ক কুইজ প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ০১:৪০

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সরকারি কলেজে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানবিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।

এ সময় সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, বিনা খরচে আইনি সহায়তা ও পরামর্শ এবং আপসে বিরোধ মীমাংসার জন্য সরকার লিগ্যাল এইডের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে কলেজের দুই শতাধিক শিক্ষার্থী সরকারি খরচে আইনি সহায়তাবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী পাঁচজনকে পুরস্কৃত করা হয়।

সারাবাংলা/টিআর

রাঙ্গামাটি লিগ্যাল এইড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর