Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ডোনাল্ড টাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩ ০১:৩৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১১:১০

পোল্যান্ডের রাজনীতিতে অচলাবস্থা কাটছে। দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকি। পোলিশ পার্লামেন্ট ইইউপন্থি নেতা ডোনাল্ড টাস্ককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছে।

দুই মাস আগে পোল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন হয়নি। দেশটির প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দেন।

বিজ্ঞাপন

পোল্যান্ডের বাম ও মধ্যপন্থি রক্ষণশীল দলগুলো মিলে একটি জোট গঠন করে। দলগুলো নেতা হিসেবে নির্বাচন করে ডোনাল্ড টাস্ককে।

সোমবার অনাস্থা ভোটে বর্তমান প্রধানমন্ত্রী মোরাওয়েকির পক্ষে ১৯০ জন পার্লামেন্ট সদস্য ভোট দিলেও বিপক্ষে দিয়েছেন ২৬৬ জন। এতে ডোনাল্ড টাস্কের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়। চলতি সপ্তাহে ডোনাল্ড টাস্ক দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/আইই

ডোনাল্ড টাস্ক পোল্যান্ড পোল্যান্ডের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর