গাজীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর কথা স্বীকার করলেন তৈমুর
১১ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ১০:৩৪
রূপগঞ্জ থেকে ফিরে: পুরনো ভিডিও দেখিয়ে নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর কথা স্বীকার করলেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির তৈমুর আলম খন্দকার।
সোমবার (১১ ডিসেম্বর) সারাবাংলার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ কথা স্বীকার করেন তৃণমূল বিএনপির এই মহাসচিব। তিনি বলেন, ‘আমি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পেয়েছি। এরপরে আমি সংবাদ সম্মেলন করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছি। তবে বিষয়টি সত্যি তাও কিন্তু আমি বলিনি।’
এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে জানানোর পর তিনি বলেন, ‘আচ্ছা, ঠিক আছে.. যেটা সত্য সেটাই। আমার তো এই ব্যাপারে কোনো ইয়ে নাই.. আমি তদন্ত করার কথা বলেছি। আমি তো….. করে কোনো কথা বলি নাই। আজকালকার জমানায় ফেসবুকে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা নিশ্চিত হওয়া যায় না।’ ভিডিওর সত্যতা যাচাই করার আগেই সংবাদ সম্মেলন করেছেন বলে জানান তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, ‘আমাকে কেউ একজন ভিডিও পাঠিয়েছিল। আমি তাই সেটা সবাইকে জানিয়েছি। আমি তো আর বলি নাই যে, এটাই সত্যি ঘটনা।’
প্রসঙ্গত, সোমবার (১১ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম বলেন, ‘বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী অর্থের বিনিময়ে ভোটারদের প্রভাবিত করছেন। সেই লক্ষ্যে গত শুক্রবার নিজের বাসভবনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে এলাকার নিম্ন আয়ের পরিবারের মহিলাদের ডেকে এনে খাবার টেবিলে টাকা বিতরণ করেন জেলা পরিষদের সদস্য আনসার আলী। যিনি পাট মন্ত্রীর ঘনিষ্ঠজন।’
এর মাধ্যমে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে দাবি করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলে জানান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তবে তার দেখানো ভিডিওটির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় ভিন্ন তথ্য।
আরও পড়ুন: পুরনো ভিডিও দেখিয়ে তৈমুর মিথ্যাচার করছেন: গোলাম দস্তগীর গাজী
মধ্যাহ্ন ভোজে আগত অতিথিরা জানান, চলতি বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এই উপলক্ষ্য ঘিরে সব শ্রেণিপেশার মানুষকে নিয়ে জন্মদিন উদযাপন করতে বেছে নেওয়া হয়েছিল সাপ্তাহিক ছুটির দিন শনিবার (৩০ সেপ্টেম্বর)। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী তার বাড়িতে আয়োজন করেন মধ্যাহ্ন ভোজ। তাতে হাজির হয়েছিলেন রূপগঞ্জের নানা পেশার মানুষ।
সেদিনে মধ্যাহ্নভোজে ভোলাব থেকে আসা খুকী নামে এক অতিথির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তিনি বলেন, ‘গাজী সাহেব প্রতিবছর বঙ্গবন্ধু হত্যার মাস অর্থাৎ আগস্টে রূপগঞ্জের প্রতিটা এলাকায় নিজে পায়ে হেঁটে যান। আর প্রতিবছর বঙ্গবন্ধু কন্যা অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উনার বাসায় রূপগঞ্জের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান।’
তিনি আরও বলেন, ‘এবারও দাওয়াত ছিল। তবে আমরা খাওয়ার সময় দুষ্টামি করে বলছিলান, গাজী সাবে তো না চাইতেই সবকিছু দিয়ে দেন। এই যে ভোলাব থেকে আইলাম এখন সেটার গাড়িভাড়াও কী দিয়ে দিবে? এরপরে সেখানে অনেকে হাসিঠাট্টা করলেও গাজীসাব সবার বাড়ি যাওয়ার জন্য ১০০ টাকা করে জনপ্রতি দিয়ে দেন।’
৩০ সেপ্টেম্বর আয়োজিত সেই মধ্যাহ্নভোজে স্মৃতি চৌধুরী নামে আরেকজন উপস্থিত অতিথি সারাবাংলাকে বলেন, ‘আজ (১১ ডিসেম্বর) দেখি ওই ভিডিওটাই আমাকে একজন দিয়ে বলল, কারা নাকি অভিযোগ জানিয়ে বলেছে, আমাদের ভোট দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। একটা মানুষ কতটা যোগাযোগ বিচ্ছিন্ন হলে এমনটা বলতে পারে তা আসলে উনার কথায় বুঝলাম।’
তিনি বলেন, ‘নেতা হইতে হবে তেমন যে কিনা সবার সুখ-দুঃখ বুঝবে। গোলাকান্দাইল, কাঞ্চনসহ আরও অনেক এলাকার নারীরা এসেছিলেন সেদিন। গাজী ভাই সবার নিরাপত্তা বিবেচনা করে গাড়ি ভাড়া হিসেবে ১০০ টাকা করে দেন। আমাকে ২০০ টাকার একটা নোট দিয়ে বলেছিল ভাংতি নাই। পরে আমি সেখান থেকে ১০০ টাকা আরেকজনকে দিই।’
এদিন সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার অভিযোগ করে বলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর অনুসারী মো. আনসার আলী মধ্যাহ্নভোজে আগত সবার মাঝে জনপ্রতি এক হাজার টাকা করে বিলি করেন। তবে এটি আরেকটি ভুল অভিযোগ বলে জানান নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. আনসার আলী। তিনি বলেন, ‘তৈমুর আলম খন্দকার মিথ্যাচার করেছেন। তিনি পুরনো ভিডিও এবং ভিডিওর সত্যতা যাচাই না করেই বস্ত্র ও পাটমন্ত্রীকে ছোট করার এবং ভোটারদের বিভ্রান্ত করার জন্য এই মিথ্যাচার করছেন।’
আরও খোঁজ নিয়ে দেখা গেছে, তৈমুর আলম খন্দকার যে ভিডিওটি ১১ ডিসেম্বর সংবাদ সম্মেলনে দেখিয়েছেন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয় ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩২ মিনিটে।
এর প্রায় আড়াই মাস পর সেই ভিডিও সামনে এনে সোমবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেন নারায়ণগঞ্জ-১ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। ভিডিওর বরাত দিয়ে তিনি বলেন, ‘সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেবের বাড়িতে মধ্যাহ্নভোজ চলছে। সেই ভোজে উপস্থিত নারীদের মধ্যে ১০০০ টাকার নোট বিলি করা হচ্ছে।’
বাস্তবতা হলো, এসব অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এই মিথ্যাচারের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান আনসার আলী। ভিডিওবার্তায় সবাইকে বিভ্রান্ত না হয়ে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এই আসনে তিনি ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। এই আসনে আরও সাত জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
সারাবাংলা/এসবি/পিটিএম
আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী টপ নিউজ তৃণমূল বিএনপি তৈমুর আলম খন্দকার