রিজভীর মশাল মিছিলে পুলিশের লাঠিপেটা— অভিযোগ বিএনপির
১১ ডিসেম্বর ২০২৩ ২১:৫৮ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ ০২:০৩
ঢাকা: অবরোধের আগের রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বের হওয়া মশাল মিছিল পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে সোমবার (১১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে নয়াপল্টনের কাছাকাছি ভাসানী ভবনের সামনে গেলে পুলিশ অতর্কিত হামলা চালায় ও লাঠিপেটা করে।
এ সময় পুলিশের লাঠি পেটায় ২০ জনের মতো নেতা-কর্মী আহত হন। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের হাত থেকে রক্ষায় নেতা-কর্মীরা রুহুল কবির রিজভীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। অল্পের জন্য রক্ষা পান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম