Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য চলছে: বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ২১:০১

ঢাকা: বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘দেশে পেঁয়াজ-রসুন-ডাল-চালের দাম আকাশ ছোঁয়া। বাজারে চলছে সিন্ডিকেটের নৈরাজ্য। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সরকারের। ব্যবসায়ীরা যেমন খুশি দাম নির্ধারণ করছে। সরকারের কোনো বিধি-বিধান তোয়াক্কা করা হচ্ছে না। সরকার যদি নির্বাচিত হতো বা জনগণের ভোটের প্রয়োজন পড়তো, তাহলে দলীয় ব্যবসায়ীদের হাতের বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিত না।’

তিনি বলেন, ‘আসন্ন লোকসভার নির্বাচনকে সামনে রেখে ভারত সরকার বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ রফতানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তারা ভোটারদের মনোতুষ্টির জন্য এই পদক্ষেপ নিয়েছে। আর শেখ হাসিনা ভোট ডাকাতির নতুন নতুন ফন্দি আঁটা নিয়ে ব্যস্ত। শেখ হাসিনা মনে করছেন, ভোটাররা গোল্লায় যাক, আমার সোনার হরিণ চাই।’

রিজভী বলেন, ‘ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি বানিয়ে রাখছে। এই নিয়ে তার (শেখ হাসিনা) কিছু আসে যায় না। আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে এক নীরব দুর্ভিক্ষের মধ্যে দিনাতিপাত করছে দেশের কোটি কোটি মানুষ।’

মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হতে যাওয়া ৩৬ ঘণ্টার অবরোধ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এক দফার দাবি আদায়ের লক্ষ্যে এবং তফসলি বাতিলের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের, এই কর্মসূচি মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার। এ কর্মসূচিতে কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘এ কর্মসূচি সফল করতে বিএনপিসহ গণতন্ত্রমনা সমস্ত দল, নিপীড়িত-নির্যাতিত মানুষ রাস্তায় এসে দাঁড়াবে। প্রায় এক মাসের অধিক সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষ সংগ্রাম করছে। তাদের দিকে জেল-জুলুম-গ্রেফতার— সমস্ত কিছু ধেয়ে আসছে। এসব কিছু মোকাবিলা করেই তারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশগ্রহণ করবে এবং গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে। সরকারের পতন ঘটানোর দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশের গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, জনপদ থেকে জনপদে, লোকায়ের পর লোকালয়ে প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে আসবে।’

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১১০ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া পাঁচটি মামলায় ৪৩৬ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি রুহুল কবীর রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর