টঙ্গীতে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ফায়ারম্যান নিহত, আহত ১
১১ ডিসেম্বর ২০২৩ ১৭:০৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৯:২৯
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি টেক্সটাইল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদুল ইসলাম (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১১ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে টঙ্গী তিস্তার গেট এলাকায় আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সেকেন্দার আলী জানান, তারা টঙ্গী তিস্তার গেট এলাকায় আনোয়ার গ্রুপের আনোয়ার সিল্ক টেক্সটাইল মিলে কাজ করেন। নিহত সাত্তার ওই মিলের ফায়ার ম্যান হিসেবে কর্মরত ছিলেন। আহত তৌহিদুল তার সহযোগী হিসেবে কাজ করতেন।
তিনি জানান, দুপুরে আব্দুস সাত্তার ও তার সহযোগী তৌহিদুল ইসলাম ওই মিলের গ্যাস সিলিন্ডার চেক করছিলেন। এসব হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের দুজনকে দ্রুত টঙ্গি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সাত্তারকে মৃত ঘোষণা করেন।
মৃত সাত্তারের বাড়ি নেত্রকোনা জলায়। বর্তমানে টঙ্গি তিস্তার গেটে টেক্সটাইলস মিলের স্টাফ কোয়ার্টারে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর জানান, টঙ্গি থেকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে সাত্তার নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছিলেন তারা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত যুবকের পেটে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ