Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী নদীতে জাহাজডুবি, নিখোঁজ ১

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৫:০২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সারবোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জাহাজে থাকা ১৩ জন নাবিক-শ্রমিকের মধ্যে ১২ জন উদ্ধার হলেও একজন এখনও নিখোঁজ আছেন বলে নৌ পুলিশ জানিয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদরঘাট নৌ থানার আওতাধীন কর্ণফুলী ডকইয়ার্ডের অদূরে নদীতে জাহাজটি ডুবে যায়।

নিখোঁজ আজিজুর রহমানের (৪১) বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি জাহাজটিতে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে নৌ পুলিশ জানিয়েছে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ সারাবাংলাকে জানান, এমভি মাকসুদা-২ নামে লাইটারেজ জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান হাজী শফিক আহমেদের কাদেরিয়া এন্টারপ্রাইজ। মডার্ন লজিস্টিক নামে একটি প্রতিষ্ঠানের ১৬০০ মেট্রিকটন এমওপি সার নিয়ে জাহাজটি বর্হিনোঙ্গর থেকে কর্ণফুলী নদীর ঘাটে প্রবেশ করছিল।

‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি ডুবে গেছে। জাহাজে নাবিক-শ্রমিক মিলিয়ে ১৩ জন ছিল। ১২ জন নদীতে সাঁতার কেটে এবং অন্যান্য জাহাজের সহায়তায় তীরে আসতে সক্ষম হন। আজিজুর রহমান নামে একজন এখনও নিখোঁজ আছেন। তিনি পণ্যের মালিকপক্ষের নিয়োজিত সার্ভেয়ার বলে জানতে পেরেছি।’

নিখোঁজ শ্রমিককে উদ্ধারে চট্টগ্রাম বন্দর ও কোস্টগার্ডের টিম তল্লাশি চালাচ্ছে বলে ওসি জানিছেন।

সারাবাংলা/আরডি/একে

কর্ণফুলী জাহাজডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর