Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির ভর্তি পরীক্ষা ২ মার্চ, থাকছে ‘সেকেন্ড টাইম’

চবি করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১৩:১৯ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৪:১১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ মার্চ শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে। তবে ইউনিটভিত্তিক পরীক্ষার তারিখ ও পরীক্ষার আবেদন ফি সম্পর্কে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বছর ভর্তি ফি ছিল ৯৫০ টাকা।

এছাড়া গতবারের মত এবারও ‘সেকেন্ড টাইম’ থাকছে। অর্থাৎ আগের বছর পাস করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার পরিকল্পনাও নিয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (১১ ডিসেম্বর) সকালে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘আমরা আপাতত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। আগামী মঙ্গলবারের সভায় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে কিনা, সেটি নিশ্চিত করা হবে। এছাড়া আবেদন যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন, আবেদন ফির সিদ্ধান্ত পরের মিটিংয়ে চূড়ান্ত করা হবে।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারটি ইউনিট ও দু’টি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম হয়। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে।

ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়ে থাকে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

সারাবাংলা/এমএ/এমও

চবি টপ নিউজ ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর