Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৩ ১১:১৭ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৪

নওগাঁ: উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। সোমবার (১১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

নওগাঁর বদলগাছি আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও নিচে নামার সম্ভাবনাও রয়েছে।’

বিজ্ঞাপন

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, আগের দিনের তুলনায় সোমবার তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল রোববার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের সঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। কনেকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

সারাবাংলা/এমও

টপ নিউজ নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর