Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকাকে বিজয়ী করতে ছাত্রলীগের ‘শপথ’

সারাবাংলা ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩ ০১:৩৯

চট্টগ্রাম ব্যুরো: নৌকার বিজয়ের জন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ‘শপথ নিয়েছে’ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ শপথ নেন নগর এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড-ইউনিট কমিটির নেতারা।

সভায়  ছাত্রলীগ নেতারা বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভক্তি কাম্য নয়।’

বক্তারা বলেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সব অপশক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবার শপথে আমরা বলীয়ান। সেই শপথ বাস্তবায়নে নগর ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।’

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, ফররুখ আহমেমদ পাবেল, নাইম রনি, আ ফ ম সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, সম্পাদকমণ্ডলীর সদস্য আমির হোসেন সোহাগ, মিনহাজুল আবেদীন সানি, আবু তারেক রনি, হাসান শাহরিয়ার, ইফতেখার রুপু।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ছাত্রলীগ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর