Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যবিপ্রবির ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার, আজীবন ৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১২:০৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৩ ০০:০৬

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৯৬তম সভায় বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মধ্যে চারজনকে আজীবন এবং দুজনকে দুই বছর ও দুজনকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়। তবে মানবিক দিক বিবেচনায় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর। তবে এ সময়ে তারা কোনো অসদাচারণে জড়িত হলে তাদের আজীবন বহিষ্কারাদেশের শাস্তি পুনর্বহাল হবে।

বিজ্ঞাপন

শনিবার (৯ ডিসেম্বর) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের ৯৬তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে লিখিত বক্তব্য দেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

রিজেন্ট বোর্ডের সভায় গত ১৪ অক্টোবর বিএমই বিভাগের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানাকে আজীবন এবং তানভীর আহমেদ আবিরকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

একই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মারামারির ঘটনায় গণিত বিভাগের শিক্ষার্থী সোহেল রানা ও একই বিভাগের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ রাফিকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. বেলাল হোসেনকে দুই বছর এবং সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব ও ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ রকিকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত, মিথ্যা ঘটনা সাজানো ও তদন্ত কমিটির কাছে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্রনাথ রায়কেও আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয় রিজেন্ট সভায়।

সভার সিদ্ধান্তে জানানো হয়, মানবিক দিক বিবেচনা করে সভায় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের শাস্তির মেয়াদ দুই বছর নির্ধারণ করা হয়। তবে এ সময় তারা কেউ কোনো ধরনের অসদাচারণে জড়িত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের আজীবন বহিষ্কারাদেশের শাস্তি পুনর্বহাল করা হবে বলে সিদ্ধান্ত হয় সভায়।

বিজ্ঞাপন

এদিকে একই ঘটনায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-আমিন, শাহিনুর ইসলাম ও মো. রাজিব রাজুকে সতর্কীকরণ চিঠি এবং অভিভাবকের উপস্থিতিতে সই নিয়ে মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত হয়। মুচলেকা না দিলে তাদেরও ছয় মাসের জন্য বহিষ্কারের জন্য সিদ্ধান্ত নেয় রিজেন্ট বোর্ড।

এ ছাড়া রিজেন্ট বোর্ডের সভায় গত ১৬ জুলাই কোষাধ্যক্ষের কার্যালয়ে ডিন, প্রক্টর ও প্রাধ্যক্ষদের উপস্থিতির সময় অসাদাচরণ করায় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা এবং পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তানভীর ফয়সালকে সতর্কীকরণ চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়।

এসব ঘটনায় এর আগে তদন্ত কমিটি গঠন করেছিল যবিপ্রবি। তদন্ত কমিটি তাদের সুপারিশ রিজেন্ট বোর্ডের সভায় পাঠায়। কমিটির সুপারিশ পর্যালোচনা ও ঘটনার গুরুত্ব বিবেচনায় বহিষ্কারসংক্রান্ত সিদ্ধান্ত নেয় রিজেন্ট বোর্ড।

যবিপ্রবি উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আব্দুল মতিন, যুগ্ম সচিব সৈয়দা নওয়ারা জাহান, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, আইসিসিডিআরবির বায়োসেফটি অ্যান্ড বিএসএল-৩ ল্যাবরেটরির প্রধান ড. আসাদুল গনিসহ রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

যবিপ্রবি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর