Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টে মইনুল হোসেনের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৯

ঢাকা: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে। এদিন তার প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মইনুল হোসেনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মইনুল হোসেনের জানাজায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এম. আমীর-উল ইসলাম, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নুর দুলাল, সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, বদরুদ্দোজা বাদল, এ এম মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, মইনুল হোসেনের ছোট ভাই সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এবং কয়েকশ সাধারণ আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের দ্বিতীয় জানাজার পর দৈনিক ইত্তেফাক ভবনের (নিউনেশন পত্রিকা) সামনে তৃতীয় জানাজার নামাজ শেষে মা-বাবার কবরের পাশে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মইনুল হোসেনের মৃত্যুতে তার সম্মানে রোববার বসেনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/একে

আইনজীবী জানাজা মাইনুল হোসেন