Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্বজনীন পারিবারিক আইন পরিবর্তনের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১৯:১২

ঢাকা: নারীর অধিকার আদায়ে সর্বজনীন পারিবারিক আইনের নতুন খসড়া তৈরি অথবা আগের খসড়া আধুনিক করে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন নারী অধিকার কর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশে নারীর অধিকারবিষয়ক’ সেমিনারে এ আহ্বান জানান বক্তারা। সেমিনারের আয়োজন করে নারী প্রগতি সংঘ। এতে স্বাগত বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘের পরিচালক সাহনাজ সুমি।

বিজ্ঞাপন

আলোচনায় সর্বজনীন পারিবারিক আইনের নতুন খসড়া তৈরি অথবা আগের খসড়া আপডেট করে আইন প্রণয়ণের আহ্বান জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির। তিনি বলেন, ‘অভিন্ন পারিবারিক আইন ও সার্বজনীন বিষয়টি আমাদের সবার জন্যই সমান হওয়া উচিত। সংবিধানের মূল যে দলিল-সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার; বর্তমানে আমাদের পারিবারিক প্রথায় এগুলোসহ সংবিধানও লঙ্ঘন হচ্ছে।’

সভাপতির বক্তব্যে নারী প্রগতি সংঘ নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, ‘বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নারীরা এখনও নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, রাজনৈতিক ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ার চিত্র লক্ষ্য করা যায়। আমরা মনে করি উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে নারীর সমান অধিকারহীনতাই পরিবারে ও সমাজে নারীকে অধস্তন করে রাখে, যা বাল্যবিয়েসহ নারী ও মেয়েদের প্রতি সহিংসতার অন্তর্নিহিত মূল কারণ।’

এ সময় তিনি নারীর অধিকার আদায়ে পরিবার থেকে রাষ্ট্র, উভয়কেই ইনস্টিটিউট হিসেবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আলোচনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ‘নারীদের প্রতি সহিংসতা পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতাকে ব্যাহত করে। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে সহিংসতা প্রতিরোধ করা দরকার। কিন্তু দুঃখজনকভাবে এ ক্ষেত্রে আমাদের মধ্যে প্রতিশ্রুতি ও উদ্যোগ গ্রহণে ব্যাপক ঘাটতি রয়েছে।’

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘নির্বাচনের সময় যেকোনো ঘটনা ঘটলে এর প্রথম ভিকটিম হবে নারী। অথচ আমরা নারীদের উন্নয়নে কতটা অগ্রগামী? ভারতের সনাতন নারীদের অধিকার দিয়ে আইন পাস হলো, অথচ বাংলাদেশে? আমাদের ধর্মীয় নেতারাই এটা হতে দেয় না। আমাদের দেশে নারীদের অধিকার আদায়ের সংগ্রামটি অনেক দীর্ঘ এবং আগামীতেও তা অনেক দূর। তবে অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীদের অধিকার আদায়ের সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/এমও

নারী প্রগতি সংঘ সর্বজনীন পারিবারিক আইন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর