Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ সরকারকে স্যাংশন দিয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৮

ঢাকা: ‘বিদেশি রাষ্ট্র নয়, দেশের জনগণ সরকারকে স্যাংশন দিয়েছে’— এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধন আয়োজন করা হয়।

ড. ফরিদুজ্জামান বলেন, ‘সরকার আবারও একতরফা নির্বাচন করে একদলীয় শাসনব্যবস্থা অব্যাহত রাখার স্বপ্ন দেখছে। কিন্তু সে স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। সরকার জনগণের সব মৌলিক অধিকার হরণ করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। আজ দেশে কোনো মানবাধিকার নেই, বাকস্বাধীনতা নেই, ন্যায়বিচার নেই। গণতন্ত্র ভূলুণ্ঠিত। মানুষ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। আর এজন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব দেশপ্রেমিক জনগণকেও রাজপথে নামতে হবে।’

মানববন্ধনে বক্তব্য দেন, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান ড. নূরুল ইসলাম বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী, সাম্যবাদী দলের কমরেড সৈয়দ নূরুল ইসলাম, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

জনগণ বিদেশি রাষ্ট্র সরকার স্যাংশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর