Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিজেল-পেট্রোল ও অকটেনের দাম প্রতি মাসেই সমন্বয় করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৩ ১৫:২২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৭:২৩

ঢাকা: ডিজেল, পেট্রোল ও অকটেনের মূল্য প্রতি মাসে সমন্বয় করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘আগামী বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুন থেকে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।’

রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের ক্ষেত্রে আগামী বছরে ডায়নামিক প্রাইসে যাচ্ছি। প্রতি মাসে পেট্রোল, অকটেন ডিজেল- এই তিনটি পর্যায়ে তেলের দাম সমন্বয় হবে এবং তা আন্তজার্তিক মান রক্ষা করে, সে প্রাইস অনুযায়ী সমন্বয় হবে।’

জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী এটা নিয়ে সরকার কাজ করছে। প্রথমে পেট্রোল ও অকটেন, পরবর্তীতে বাকি জ্বালানির দাম সমন্বয় হবে। এটার জন্য একটা পদ্ধতি তৈরি করছে মন্ত্রণালয়। দ্রুতই তা শেষ করা হবে।’

সমন্বয়ের ফলে মাসে মাসে দাম কমবে, আবার কখনও বাড়বে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে বিইআরসি জ্বালানির দাম ঠিক করে। কিন্তু বিশ্ববাজারের উঠানামায় দাম নির্ধারণ করতে কয়েক মাস দেরি হয়ে যায়। উন্নত বিশ্বে এটা অনেক আগেই চালু করা হয়েছে। অনেক দেশে প্রতিদিনই জ্বালানির দাম ওঠানামা করে।’

সারাবাংলা/জেআর/এমও

অকটেনের দাম টপ নিউজ ডিজেল-পেট্রোল সমন্বয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর