কমেছে তাপমাত্রা, মাস শেষে শৈত্যপ্রবাহের আভাস
১০ ডিসেম্বর ২০২৩ ১০:৫৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৭
ঢাকা: গত দুই দিন ধরে রাজধানীতে শীতের আগমন টের পাওয়া যাচ্ছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রোববার শেষরাত থেকে আগামীকাল সোমবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
রোববার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী মঙ্গলবারও (১১ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ওই সময়ও সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ৫ দিনে তাপমাত্রা আরও কমতে থাকবে। মাসের শেষে একটা শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এদিকে সর্বনিম্ম তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সারাবাংলা/জেআর/এনএস