Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনী সভায় সংঘর্ষ, সাংবাদিকদের ফোন কেড়ে ডিলিট করা হলো ভিডিও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ২৩:২৯ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৩

গাজীপুর: মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির বাসায় নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করার পর উপস্থিত সাংবাদিকদের সব মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন নোঁয়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে মতিউর রহমান মতির বাসায় একটি সভা হয়। সভায় ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকারের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার ভিডিও ধারণ করায় উপস্থিত ১০-১২ জন সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর উপস্থিত আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে মোবাইল থেকে হাতাহাতির ভিডিও ডিলিট করে মোবাইল ফিরিয়ে দেন।

ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা মতিউর রহমান মতির বাসার সামনে অবস্থান নেয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন সাংবাদিক বলেন, ‘আমার মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে। এখন ঘটনা প্রকাশ না করতে অনুরোধও করা হচ্ছে।’

৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানিনা। এমন কোনো ঘটনা ঘটেনি।’

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

নির্বাচনী সভা ফোন সংঘর্ষ সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর