Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তৃণমূলের কর্মীরা সব উন্নয়নের অংশীদার হবেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ২১:০৭

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বিজয়ী করুন। আর আমি যদি নেত্রীর পাশে থাকতে পারি তাহলে তৃণমূলের কর্মীরা হবেন সব উন্নয়নের অংশীদার।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ২টায় ফরিদপুরের বোয়ালমারীতে পৌর সদরের বিলাসী শপিং সেন্টারের হলরুমে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, ‘৭৫ সালের ১৫ আগস্টের পর এই এলাকায় এক সময় একুশে ফেব্রুয়ারি পালন হতো না। ৬৯‘র থেকে ছাত্রলীগের সৈনিক হয়ে দলের সঙ্গে রয়েছি। ৫৬ বছরের রাজনৈতিক ইতিহাসে দলের জন্য অনেক কষ্ট করেছি। দলেও আজকে আমাকে সর্বোচ্চ স্থানে জায়গা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এক সময় তলাবিহীন ঝুঁড়িতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ অনেক এগিয়ে গেছে। দেশে অভূতপূর্ব উন্নয়ন করে শেখ হাসিনা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। মেট্রোরেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী ট্যানেলসহ দেশে সব পর্যায়ে আওয়ামী লীগ সরকার দৃশ্যমান উন্নয়ন করেছেন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যে সময় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সময় বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।’

তিনি তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বিজয়ী করুন। আর আমি যদি নেত্রীর পাশে থাকতে পারি তাহলে তৃণমূল কর্মীরাই হবেন সব উন্নয়নের অংশীদার।’

বিজ্ঞাপন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ রায়, বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আ্ব্দুর রহমান উন্নয়ন অংশীদার তৃণমূল কর্মী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর