Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছাড়া হবে না: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ২১:০১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩ ০৯:৪০

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারভিত্তিক করা হবে না। সেক্ষেত্রে করণীয় কি হবে তা নিয়ে দেশি-বিদেশি অর্থনীতিবিদদের সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।’

বাংলদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্যানেল আলোচনায় অংশ নিয়ে গর্ভনর এসব কথা বলেন। শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেল এটি অনুষ্ঠিত হয়।

আব্দুর রউফ তালুকদার বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি, মুদ্রা বিনিময় হার এবং খেলাপি ঋণ কমানো। এ তিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। ইতোমধ্যেই ১০-১১টি বৈঠক করেছি। এসব সমস্যা সাধানে রাজনৈতিক শক্ত অঙ্গীকার আছে। সরকার ব্যাংক কোম্পানি আইন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর অ্যাক্ট করেছে। আমরা দেশে সমস্যা হচ্ছে ব্যাংকিং খাতে সুশাসনের অভাবে খেলাপি ঋণ বাড়ছে। আমাদেও দেশে একটা সংস্কৃতি হলো অনেকেই মনে করেন, ঋণ নিয়ে আর শোধ করতে হবে না। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’

রউফ তালুকদার আরও বলেন, ‘আমরা যেটা করছি সেটি হচ্ছে ব্যাংক ঋণ হারের ক্যাপ তুলে দেওয়া হয়েছে। ফলে গত ৫ মাসে আড়াই শতাংশ সুদহার বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছে পলিসি সাপোর্ট দিচ্ছি। স্প্রেড বাড়িয়েছি। সঞ্চয়ের কোনো সীমা নেই। ল্যান্ডিং রেট ৯ শতাংশ থেকে বেড়ে সাড়ে ১১ শতাংশ হয়েছে। প্রতিদিন কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করে ৭০০-৮০০ কোটি টাকা ব্যাংকের ভল্টে ঢুকাচ্ছে। টাকার মূল্য বাড়ানো হচ্ছে, টাকা ছাপানো হচ্ছে না। ফলে গত মাসে মূল্যস্ফীতি কমেছে। ডিসেম্বর মাসে আরও কমে ৯ শতাংশের নিচে, অর্থাৎ ৮ শতাংশের মধ্যে আসবে।’

বিজ্ঞাপন

প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন।

এতে বক্তব্য রাখেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক সিনিয়র সচিব শরিফা খান, পলিসি রিসার্স ইনস্টিউিটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট হাবিবুর রহমান, ইকোনমিক রিসার্স গ্রুপের নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির, সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানসহ অনেকে।

সারাবাংলা/জেজে/এমও

গভর্নর ডলার বিনিময় হার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর