Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে ৬০ দোকান উচ্ছেদ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৯

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুরে গাবতলী বেড়িবাঁধের জাকের ডেইরি ফার্ম সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এ সময় অবৈধভাবে নির্মিত প্রায় ৬০ টি দোকান উচ্ছেদ করা হয় এবং জাকের ডেইরি ফার্ম ও মদিনা ডেইরি ফার্ম কর্তৃক অবৈধভাবে দখলকৃত ভূমি উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানের সময় পাঁচ মামলায় দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৯ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।

তিনি বলেন, এই স্থাপনাগুলো সম্পূর্ণ অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ডিএনসিসির মালিকানাধীন এই ভূমির অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ দখলের বিরুদ্ধে এ অভিযান চলবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ।

সারাবাংলা/আরএফ/এনইউ

উচ্ছেদ জরিমানা টপ নিউজ ডিএনসিসি দোকান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর