আচরণবিধি লঙ্ঘন করায় আমুকে ইসিতে তলব
৯ ডিসেম্বর ২০২৩ ১৭:৩১ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৭
ঢাকা: নির্বাচনী আচরণবিধির লংঘন করার অভিযোগে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আমির হোসেন আমুকে নির্বাচন কমিশনে তলব করা হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থী হওয়ার পরও এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়ে নিজের পক্ষে ভোট চাওয়ায় তাকে তলব করা হয়েছে। পাকিস্তানি হানাদার মুক্তি দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর পরিপন্থী। আচরণ বিধিমালার বর্ণিত বিধান লঙ্ঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ঙ অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে। এমন পরিস্থিতিতে তার কাছে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৯ ডিসেম্বর) ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ চিঠি দেওয়া হয়েছে। ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এর আগে অবহিত করার পরও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ৩ সপ্তাহের আগে নির্বাচনী প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থি কার্যক্রমের জন্য কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে নির্বাচন কমিশনে (কক্ষ নম্বর-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ১৫ ডিসেম্বর বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে উল্লিখিত স্থান, তারিখ ও সময়ে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আমুকে নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/জিএস/এমও