Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে নষ্ট হচ্ছে আলু বীজ, মুন্সীগঞ্জে ক্ষতির মুখে কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৩ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৩ ২০:০৮

মুন্সীগঞ্জ: নিম্নচাপের ফলে বৃষ্টিপাতে মুন্সিগঞ্জে আবাদ করা বীজ আলুর জমি পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ জমিতে জমেছে পানি। এতে মাটিতে রোপণ করা এসব বীজ পচে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, নভেম্বরের মাঝামাঝি সময় আলু রোপণ শুরু হয়। এর মধ্যে ৬ উপজেলায় ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিলো।

কৃষকরা বলছেন, মুন্সিগঞ্জে হেক্টর প্রতি বীজ লেগেছে ২ হাজার ৬৫০ কেজি বা ৬৬ মণের বেশি। সে হিসাবে ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে বীজ রোপণ করা হয়েছে প্রায় ১০ লাখ ৭০ হাজার মণ আলু। রোপণ করা বীজ আলুর ৭০-৮০ শতাংশ বৃষ্টিতে নষ্ট হবে। বাকি আলুতেও আশানুরূপ ফলন হবে না। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়াবে।

কৃষি কর্মকর্তারা বলছেন, বৃষ্টি দীর্ঘমেয়াদি হলে ক্ষয়ক্ষতি বাড়বে। তবে পানি অপসারণ করা গেলে ক্ষতিরোধ করা সম্ভব।

সারাবাংলা/এমও

আলু বীজ কৃষক টপ নিউজ মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর