Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: রংপুরে ৮৯ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৩ ১৭:১৩

রংপুর: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুর বিভাগে ৮৯ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এরমধ্যে রংপুরে ১৯, গাইবান্ধায় ৩৫, লালমনিরহাটে ১৩, দিনাজপুরে ১০, ঠাকুরগাঁও ৭ ও নীলফামারীতে জালিয়াত চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ১১টি বিশেষ ইলেকট্রিক ডিভাইস এবং ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র জালিয়াতি করতে পারে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গভীর রাত থেকে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালায় রংপুর মহানগর পুলিশ। অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে জালিয়াতি চক্রের মূল হোতাসহ পাঁচজন। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশের জালে একে একে ধরা পড়ে জালিয়াতির সঙ্গে জড়িত তিন শিক্ষকসহ ১১ পরীক্ষার্থী।’

পুলিশ কমিশনার বলেন, ‘দীর্ঘদিন ধরে চক্রটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছিল। চক্রটির একজন করে সদস্য পরীক্ষার হলের ভেতরে থাকেন, যারা প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে ডিভাইসের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের প্রশ্নটি পাঠিয়ে দেয়। পরবর্তীতে তারা স্বল্প সময়ের মধ্যে সেগুলো সমাধান করে পরীক্ষার্থীদের বিশেষ ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ করে থাকে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভাগীয় উপপরিচালক মোজাহিদুল ইসলাম বলেন, ‘বিভাগের ৮ জেলায় ২৯৭ কেন্দ্রে ২ লাখ ২ হাজার পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষক পরীক্ষায় অংশ নেন। প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষার্থীরা জালিয়াতির সুযোগ না পাওয়ায় নিয়োগ পরীক্ষা বাতিলের সম্ভাবনা নেই। গতকাল রাত থেকে প্রতিটি জেলায় আমাদের কর্মকর্তারাসহ প্রশাসন তৎপর ছিলো।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

গ্রেফতার নিয়োগ পরীক্ষা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর