Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আর থাকবে না ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৬

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একমাত্র দেশ হিসেবে ইতালি এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে। তবে আগামী বছর বেইজিংয়ের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হলে তা আর নবায়ন করা হবে না বলে জানিয়েছে জর্জিয়া মেলোনির প্রশাসন।

ইতালি সরকার চীনকে তাদের এই সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে। বুধবার ইতালির একটি সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, তিন দিন আগে চীনকে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞাপন

২০১৯ সালের মার্চে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগ দিতে চীনের সঙ্গে একটি স্মারকলিপিতে সই করেছিল ইতালি। দুই দেশের নেতারা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা এবং বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সম্মত হন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হওয়ার সিদ্ধান্তে পশ্চিমা মিত্রদের দ্বারা ব্যাপক সমালোচিত হয় রোম।

২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চীন ও ইতালির বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পায়। যদিও ইতালির সরকারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত চীনে ইতালির রফতানি বেড়েছে মাত্র ২৭ শতাংশ। অন্যদিকে একই সময়ে চীন থেকে আমদানি বেড়েছে ৮১ শতাংশ। তবে চীনের এই উদ্যোগ থেকে বের হওয়ার পেছনে অর্থনৈতিক কারণের চেয়ে রাজনৈতিক কারণই বেশি কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে ফ্ল্যাগশিপ প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালু করেন। এই উদ্যোগের আওতায় এশিয়া ও ইউরোপজুড়ে প্রায় ১ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করে চীন। এই উদ্যোগের আওতায় যুক্ত দেশগুলোতে নতুন রেলপথ নির্মাণ ও পুরাতন রেলপথ সংস্কার এবং বন্দর নির্মাণে বিশাল অংকের বিনিয়োগ করে আসছে চীন।

বিজ্ঞাপন

এদিকে বেল্ট অ্যান্ড রোড থেকে ইতালির সরে যাওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন দৃঢ়ভাবে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ক্ষতি করে এমন অপপ্রচারের বিরোধিতা করে।’ যদিও তিনি ইতালির নাম নেননি।

এদিকে, বৃহস্পতিবার ইইউ নেতাদের বেইজিং সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং ইউরোপের সঙ্গে চীনের বৃহত্তর সম্পর্কের কথা তুলে ধরেন। শি জিনপিং বলেন, ‘সব ধরনের হস্তক্ষেপ মুক্ত হয়ে চীন এবং ইইউর অংশীদার হওয়া উচিত।’

সারাবাংলা/আইই

ইতালি চীন জর্জিয়া মেলোনি টপ নিউজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর