Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবাকে হত্যার দায়ে ছেলে আটক


৮ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৯

টাঙ্গাইল: জেলার সদর উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলেকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা ওই ছেলের নাম মাসুদ রানা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া এ তথ্য জানান। এর আগে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঘিল ইউনিয়নের বাঘিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- একই গ্রামের মৃত মেছের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৬৫)।

বিজ্ঞাপন

নিহতের পরিবারের লোকজন জানায়, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয়।

নিহতের মেয়ের স্বামী সেলিম রেজা বলেন, ‘ইতালিতে প্রথম পর্যায়ে কোনো কাজ করতে পারেনি মাসুদ। গত দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে গতকাল বৃহস্পতিবার রাতে কোনো এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।’

ওসি আবু ছালাম মিয়া জানান, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সারাবাংলা/এমএস/এনএস

টাঙ্গাইল

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর