Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির ১০০ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ২২:২২

খুলনা: খুলনায় বিএনপির ১০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় ৫০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, তৈয়েবুর রহমান, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি, সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, বিএনপি নেতা একরামুল কবির মিল্টন, তারিকুল ইসলাম তারেক, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইসতি, সদস্য সচিব তাজিম বিশ্বাসসহ ১০০ জন।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, গত ৬ ডিসেম্বর নগরীর শেরে বাংলা রোডে অবরোধের সমর্থনে বিএনপি মিছিল শুরু করলে মিছিলের পিছন থেকে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। দৃর্বৃত্তদের হামলায় বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হওয়া সত্ত্বেও দুর্বৃত্তদের নিরাপদে রেখে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ প্রমাণ করেছে তারা শাসকদলের আজ্ঞাবহ। মামলা-হামলা করে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।

বিজ্ঞাপন

নেতারা আরও বলেন, ‘চলমান আন্দোলন শুধু বিএনপির না। সাধারণ মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত। গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েছে। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।’ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ অন্যরা।

সারাবাংলা/একে

খুলনা বিএনপি মামলা

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর