নারায়ণগঞ্জসহ রফতানিমুখী শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস চায় বিকেএমইএ
৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৩
ঢাকা: নারায়ণগঞ্জস্থ শতভাগ রফতানিমুখী নীটশিল্প প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি দিয়েছেন নীটওয়্যার পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ। সম্প্রতি বিকেএমইএ সভাপতি এ.কে.এম সেলিম ওসমান ওই চিঠি পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
‘নারায়ণগঞ্জস্থ শতভাগ রফতানিমুখী নীটশিল্প প্রতিষ্ঠানসমূহে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা না হলে শিল্প চেইন ভেঙে পড়া এবং শ্রম অসন্তোষ সৃষ্টি হওয়ার আশঙ্কার বিষয়টি অবহিতকরণ প্রসঙ্গে’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়েছে, ‘রফতানির বৃহত্তর স্বার্থে নারায়ণগঞ্জে অবস্থিত নীটশিল্প-কারখানাগুলোতে যেন নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ এখন থেকেই নিশ্চিত করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, রফতানি প্রক্রিয়া ব্যহত হওয়ার কারণে বেতন-ভাতাদি প্রদান করা অসম্ভব হয়ে দাঁড়াবে এবং এর ফলে শ্রমিক অসন্তোষ দানা বাঁধবে। প্রয়োজনে বর্তমানে বিদ্যুৎ প্ল্যান্ট ও সার উৎপাদনে যে অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হচ্ছে, সেটি কিছুটা কমিয়ে হলেও রফতানির স্বার্থে এবং বৈদেশিক মুদ্রা উপার্জনের স্বার্থে নারায়ণগঞ্জের নীট শিল্পসমূহে অনতিবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।’
চিঠিতে আরও বলা হয়, ‘গ্যাসের অপ্রতুলতার কারণে যদি পুরো নারায়ণগঞ্জ অঞ্চলের নীট শিল্প পরিচালনা কার্যক্রমটিই স্থবির হয়ে যায়, সেক্ষেত্রে দেশের পুরো অর্থনৈতিক প্রক্রিয়ায় তা নেতিবাচক প্রভাব ফেলবে। সেকারণেই এই সংকট মোকাবিলায় বরাবরের মতই আমরা আপনি এবং আপনার মন্ত্রণালয়ের মাধমে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করছি।’
সারাবাংলা/ইএইচটি/একে