Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মধ্যরাত পর্যন্ত যাত্রী পরিবহনে সময় লাগবে আরও ৬ মাস’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৩

ঢাকা: আগামী ১৩ ডিসেম্বর মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দু’টি চালু হচ্ছে। এর মধ্য দিয়ে যাত্রীদের জন্য খুলে দেওয়া স্টেশনের সংখ্যা দাঁড়াবে ১৪টি। এর পর বাকি থাকবে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। ডিএমটিসিএল বলছে, আগামী জানুয়ারির মধ্যেই বাকি দুটি স্টেশন চালু করা হবে। আর মধ্যরাত পর্যন্ত যাত্রী পরিবহনে সময় লাগবে আরও ছয় মাস।

মেট্রোরেলের নিয়ে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ ব্রিফিং করেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক। তিনি বলেন, ‘আমরা যখন মেট্রোর দ্বিতীয় অংশ উদ্বোধন করি, তখন বলেছিলাম উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের মোট ১৬টি স্টেশনের সবগুলো তিন মাসের মধ্যেই চালু করা যাবে। সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। ১৩ ডিসেম্বর দু’টি স্টেশন চালু হয়ে গেলে বাকি থাকবে দুইটা। সেই দুইটাও জানুয়ারির মধ্যে চালু হবে।’

বিজ্ঞাপন

তিনি জানান, সব স্টেশনে এখনই চলাচলের সময়সূচি বাড়ছে না। মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলে অন্তত ছয় মাস সময় লাগতে পারে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘স্টেশন চালু হলেও মেট্রোরেল চলাচলের সময়ের কোনো পরিবর্তন হবে না। আগের সময়সূচি অনুযায়ী মতিঝিল ও আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। তবে পর্যায়ক্রমে শাহবাগ ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন খুলে দেওয়া হবে।’

রাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের বিষয়ে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘মতিঝিল অংশের সব স্টেশন চালু হলে আগারগাঁও অংশের সঙ্গে সময় সমন্বয় করে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। পরে সফটওয়্যার আপডেট করে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালু রাখা হবে। তবে এক্ষেত্রে প্রায় ছয় মাস সময় লাগতে পারে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় একবছরের কাছাকাছি সময়ে এসে ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। মোট ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোপথে স্টেশন রয়েছে ১৬টি। যার ১২টি আগেই চালু হয়েছে। বাকি দু’টি ১৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে। পরের দু’টি চালু হবে জানুয়ারিতে।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ মেট্রোরেল যাত্রী পরিবহন

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর