Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাহী মাহিন্দ্রায় বাসের ধাক্কা, নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৩১

বরিশাল: বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার (থ্রি-হুইলার) তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের দপদপিয়া জিরোপয়েন্টে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারী পরিবহনের একটি বাস মহাসড়ক ধরে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। পথে দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত হন। এ সময় আতহ হন কয়েকজন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ আলী বলেন, ‘আমরা দুই জনের মৃত্যু নিশ্চিত হয়েছি। তাদের মধ্যে বেলাল নামে একজনের পরিচয় পাওয়া গেছে। শুনেছি আহতদের হাসপাতালে নেওয়ার পথে একজন মারা গেছেন। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্থান্তর করা হবে।’

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ধাক্কা নিহত বাস যাত্রীবাহী মাহিন্দ্রা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর