Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৩১

ঢাকা: বিএনপির ডাকা দশম দফার অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডি-২৭ এর লেক সংলগ্ন সাম্পান মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

মিছিলে অন্যদের মধ্যে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল (রয়েল সর্দার), সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র-সহসভাপতি মো. মোখলেসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ওমর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাজল হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

ছাত্রদল টপ নিউজ ধানমন্ডি মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর