এমপি মোস্তাফিজের চেয়ে স্ত্রীর সম্পদ বেড়েছে
৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৩ ১৯:১৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এমপি মোস্তাফিজুর রহমানের সম্পদ ১০ বছর ব্যবধানে ১৬ গুণ বেড়েছে। আর তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরীর সম্পদ বেড়েছে ৩৯ গুণ।
দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এমন চিত্র দেখা যায়। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায় মোস্তাফিজুর রহমান স্থাবর-অস্থাবর মিলিয়ে তার সম্পদ দেখিয়েছিলেন ১৪ লাখ ৮২ হাজার ৫৭ টাকা। কিন্তু ১০ বছর পর গত ২৯ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় দেখা যায় তার সম্পদের পরিমাণ ২ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৪৯৭ টাকা। এ হিসেবে তার সম্পদ বেড়েছে ১৬ গুণ।
দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তথ্য অনুযায়ী, এমপি মোস্তাফিজের কোনো গাড়ি ছিল না। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় ৩৭ লাখ ২০ হাজার টাকা দামের টয়োটা প্রাডো জীপের পাশাপাশি ৮৪ লাখ ৭৫ হাজার টাকার একটি টয়োটা ল্যান্ড ক্রুজারও আছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ঢাকায় নিজের (মোস্তাফিজ) নামে ১৬ লাখ ৬৬ হাজার টাকা দামের তিন কাঠা প্লট, চট্টগ্রামের চকবাজারে একটি সুপার মার্কেটে একটি পাঁচ লাখ টাকা দামের একটি দোকানও আছে।
গত ৩০ নভেম্বর জমা দেওয়া নির্বাচনী হলফনামায়, নিজের নামে নগদ ৩৭ লাখ ১৫ হাজার টাকা, ব্যাংক জমা ২০ লাখ ও ৪ লাখ টাকার সঞ্চয়পত্র দেখিয়েছেন সরকার দলীয় এ এমপি।
অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নগদ ৪ লাখ ৭০ হাজার, ব্যাংক জমা ২ লাখ ৪০ হাজার ৬৫৭ টাকার কথা উল্লেখ করেছিলেন তিনি। নিজের নামে কোনো ঋণ না থাকলেও স্ত্রীর নামে ২০ লাখ টাকার ঋণ দেখিয়েছেন এবছর। তবে এবারের হলফনামায় মাত্র ৪০ হাজার টাকার সোনার গহনা বাবদ দেখানো হলেও আসবাবপত্র বাবদ কোনো তথ্য দেননি তিনি।
এছাড়া হলফনামায় তিনি বাৎসরিক আয় হিসেবে ৩২ লাখ ৫৮ হাজার ৪৬৪ টাকা দেখিয়েছেন। যেখানে বাড়ি ও দোকান ভাড়া বাবদ ৬৪ হাজার, সংসদ সদস্য হিসেবে সরকার থেকে ৬ লাখ ৬০ হাজার, প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের পরামর্শক হিসেবে ৩ লাখ ৮৫ হাজার ২৯৬ কোটি ও অন্যান্য আয় বাবদ ২১ লাখ ৪৯ হাজার ১৫৮ টাকা পান।
১০ বছরেই কোটিপটি এমপি মোস্তাফিজ পত্নী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মোস্তাফিজুর রহমানের দাখিল করা হলফনামায় তার স্ত্রী শাহিন আক্তার চৌধুরীর মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৫৪৮ টাকা। যেখানে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী সম্পদ দেখানো হয়েছিল ৪ লাখ ৪৮ হাজার টাকা।
হলফনামার তথ্য অনুযায়ী, আয়ের কোনো উৎস না থাকলেও শাহীন আক্তার চৌধুরী ঢাকার কাফরুলে ১ হাজার ৮৭২ বর্গ ফুটের একটি ফ্ল্যাটের মালিক। যার মূল্য ৬৪ লাখ টাকা। আছে ৪২ লাখ টাকা দামের পাঁচ তলা ভবন। এছাড়া নগদ ৩০ হাজার, ব্যাংক জমা ২০ হাজার ৫৪৮ এবং সোনা ও আসবাবপত্রের মূল্যে দেখানো হয়েছে ৩০ হাজার টাকা।
২০১৪ সালের সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় এমপি মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর ব্যাংক হিসেবে জমা ৪ লাখ ৯০ হাজার টাকা, নগদ রয়েছে ৩৯ লাখ ৩০ হাজার টাকা। সে হিসেবে এমপি মোস্তাফিজের স্ত্রীর নগদ অর্থের পরিমাণ কমেছে। বেড়েছে স্থাবর সম্পত্তির পরিমাণ।
বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় থাকা বাঁশখালী আসনের এ এমপি সম্প্রতি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনোয়ন পত্র দাখিল করতে এসে সাংবাদিকদের ওপর চড়াও হন। পরে তাকে শোকজ করা হয়।
মোস্তাফিজুর রহমান বাঁশখালী আসন থেকে তৃতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন। ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
সারাবাংলা/আইসি/এনএস
এমপি মোস্তাফিজুর রহমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী শাহিন আক্তার চৌধুরী