Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বাসের ধাক্কায় ভাই-বোন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৩ ১৫:১৩

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। সম্পর্কে তারা ভাই-বোন। এ সময় আরেক শিশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলো- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার আব্দুর রহমান (৮) ও সাবা (৬)। তবে আহত শিশুর নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে ইকবাল বাহার জানান, সকালে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার স্থানীয় কয়েজন শিশু কক্সবাজারগামী ট্রেন দেখতে রেললাইনে গিয়েছিল। তারা ট্রেন দেখে ফেরার পথে রাস্তার পার হওয়ার সময় কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু এবং দুই শিশু আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হসপিটাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। এ সময় চালক দুর্ঘটনা কবলিত বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নিহতদের মরদেহ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে বলে জানান ইকবাল বাহার মজুমদার।

সারাবাংলা/ইআ

কক্সবাজার টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর