সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন
৭ ডিসেম্বর ২০২৩ ১২:৩৭
ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন। এদিকে দশম দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল, এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। এরপর সবশেষ ২৯ নভেম্বর অবরোধ এবং ৩০ নভেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর আবার ৩ ও ৪ ডিসেম্বর পরে ৬ ও ৭ অবরোধ কর্মসূচী ঘোষণা করে।
সারাবাংলা/জেআর/ইআ