Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগের সঙ্গে জাপার বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ২৩:০৭ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৩ ১০:১৬

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন ও নির্বাচনি পরিবেশ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির নেতারা। বুধবার (৬ ডিসেম্বর) রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম অংশ নেন। আর জাতীয় পার্টির পক্ষে দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক নিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘কীভাবে শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা যায় বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা তাদের প্রার্থী দিয়েছে। আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আমরা আমাদের নির্বাচন করব। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই।’

জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের বৈঠক সম্পর্কে জানতে চাইলে বৈঠকে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে জাতীয় পার্টির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাপার নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সর্বশক্তি দিয়ে অংশ নেবে। জনগণের মেন্ডেট নিয়ে জাতীয় সংসদে নিজেদের অবস্থান সুদৃঢ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাপার নেতারা।’

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ জাতীয় পার্টি বৈঠক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর