‘বাংলাদেশকে নিয়ে একসঙ্গে এগোতে চায় ভারত’
৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪২
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশকে নিয়ে ভারত একসঙ্গে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
বুধবার (৬ ডিসেম্বর) রাতে নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে ‘মৈত্রী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার রাজীব রঞ্জন বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারত বাংলাদেশকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে চায় অনেকদূর। ১৯৭১ সালের এই দিনেই ভারত বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ভারত বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি।’
‘ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সভ্যতাগত সম্পর্ক বিদ্যমান। মৈত্রী দিবস হলো ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন যা রক্তে গড়া এবং ভাগাভাগি ত্যাগ স্বীকার করে।’
শুরুতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড.অনুপম সেন ও সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরিণ আখতার, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ ও ভারপ্রাপ্ত জেলা কমান্ডার এ কে এম সরোয়ার কামাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। এ ছাড়া বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শাস্ত্রীয় ও লোকনৃত্য পরিবেশন করা হয়। গান পরিবেশন করে মিউজিক্যাল ব্যান্ড ‘চিরকূট’।
সারাবাংলা/আরডি/একে