সারাবাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা
৬ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৮
ঢাকা: পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।
বুধবার (৬ ডিসেম্বর) সারাবাংলা ডটনেটের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এক বিবৃতিতে তারা বলেন, ‘সারাবাংলা ডটনেট মুক্ত এবং স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে।’
প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
আজ সারাবাংলা ডট নেট ৭ম বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাবাংলার বার্তা কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংক্ষিপ্ত পরিসরে কেক কাটার আয়োজন করা হয়। তবে আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণভাবে সারাবাংলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
সারাবাংলা/কেআইএফ/একে