চট্টগ্রাম বন্দর ঘিরে বড় বিনিয়োগের আশ্বাস সৌদি মন্ত্রীর
৬ ডিসেম্বর ২০২৩ ২২:২৮
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে অবকাঠামো, উৎপাদন, প্রযুক্তি ও ব্যবসা- এ চার খাতে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস দিয়েছেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালি।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিদর্শনে এসে সৌদি মন্ত্রী সাংবাদিকদের একথা বলেছেন।
এর আগে, সকালে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পিসিটি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌদি রেড সী গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়। এ সময় সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিও উপস্থিত ছিলেন। এরপর দুপুর দেড়টার দিকে অনির্ধারিত সফরে সৌদি মন্ত্রীকে নিয়ে বন্দরের পিসিটিতে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন সৌদি মন্ত্রী। এসময় তিনি আরও দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক ব্যবসাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
সৌদি মন্ত্রী খালিদ আল ফালি বলেন, ‘ব্যবসায়িক কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, বিমান যোগাযোগ ব্যবস্থা এ এলাকার (পিসিটি) খুবই কাছে। তাই আমরা এখানে বেশ সুবিধা পাব। বিনিয়োগ হবে অবকাঠামো, উৎপাদন প্রযুক্তি ও ব্যবসা খাতে। আমরা বড়ো ধরনের বিনিয়োগে যাবো।’
সাংবাদিকদের সালমান এফ রহমান বলেন, ‘আমার জন্য আজ খুবই আনন্দের দিন। মাননীয় সৌদি মন্ত্রী কথাটা বলেছেন, দুই বছর আগে রিয়াদে গিয়ে একটা চুক্তি সই করেছিলাম। সেই চুক্তির ফলাফল হিসেবে এটা প্রথম প্রকল্প। উনি যে কথাটা বলেছেন এটা মাত্র শুরু। সৌদি আরবের বাদশা, যুবরাজের সঙ্গে উনার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বাদশা ও যুবরাজের সঙ্গে দেখা করেছেন তখন উনারা বলেছিলেন বাংলাদেশে বিনিয়োগ করতে চান। খুব শিগগির দেখবেন আরও বড় বড় বিনিয়োগ আসবে।’
‘মাননীয় সৌদি মন্ত্রী প্রায় ৪০ জন বড় ব্যবসায়ী এনেছেন। বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বি টু বি (বিজনেসম্যান) সভা হচ্ছে। আমি কিন্তু খুবই আশাবাদী। শুধু সৌদি আরব নয়, আরও অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। আপনারা জানেন নির্বাচন সামনে। যদি আমরা আবার ক্ষমতায় আসতে পারি তাহলে বিনিয়োগের যে অনুকূল পরিবেশ তৈরি করতে পেরেছি তার সুফল পাবো।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বন্দরের জেটিতেও বিদেশি বিনিয়োগের কথা চলছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে এ বিষয়ে কথা চলছে।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এসময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল গত ১৪ নভেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম বন্দরের মূল অংশ থেকে ভাটির দিকে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় ড্রাইডক ও বোটক্লাবের মাঝে ২৬ একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। বহিঃনোঙ্গরে আসা মাদার ভ্যাসেলকে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে পৌঁছাতে ১২ নটিক্যাল মাইল অতিক্রম করতে হয়। কিন্তু পতেঙ্গা কনটেইনার টার্মিনালে পৌঁছাতে অতিক্রম করতে হবে ৬ নটিক্যাল মাইল।
৫৮৪ মিটার লম্বা এ টার্মিনালে তিনটি জেটি আছে। তিনটিতেই একযোগে জাহাজ প্রবেশ করতে পারবে। দুটিতে আমদানি-রফতানি পণ্যবোঝাই কনটেইনার জাহাজ এবং ২০৪ মিটার লম্বা অপর ডলফিন জেটিতে জ্বালানি তেলবাহী জাহাজ প্রবেশ করতে পারবে। চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশ করেছে। কিন্তু পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ১০ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশের সুযোগ পাবে।
গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দফায় ১০ দশমিক ৫ মিটার ড্রাফট ও ২০০ মিটার দীর্ঘ জাহাজ পতেঙ্গা কনটেইনার টার্মিনালে এনে নাব্যতা পরীক্ষা করা হয়। এরপরই টার্মিনালটি জাহাজ হ্যান্ডলিংয়ের জন্য প্রস্তুত ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষ। তবে দেশি না কি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনা করা হবে- এ সংক্রান্ত জটিলতায় এতদিন টার্মিনালটি চালু হয়নি।
শেষপর্যন্ত বন্দর কর্তৃপক্ষ রেড সী গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে সৌদিআরবের প্রতিষ্ঠানকে ২২ বছরের জন্য পিসিটি পরিচালনার ভার দিয়েছে।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল জানিয়েছিলেন, পিসিটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বন্দর বছরে ৩৭ লাখ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে।
সারাবাংলা/আরডি/একে