Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, ৮ কর্মচারি দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ২১:৫৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ২২:৫৫

ঢাকা: রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে আহত ও দগ্ধ হয়েছেন ৮ কর্মচারী। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ও আহতরা হলেন- মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), সালাউদ্দিন (৪৫), আমির হোসেন (৩২), কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

দগ্ধ মো. মামুন শেখ জানান, তারা সবাই পাম্পের কর্মচারি। রাত আনুমানিক ৮টার দিকে তারা যখন কাজ করছিলেন, তখন পাম্পের ভেতর মেইন গ্যাস পাইপ বিকট বিস্ফোরণ হয়। তখন সেখানে আশপাশে থাকা তারা সবাই দগ্ধ হন।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেল এর কর্মকর্তা শাজাহান শিকদার জানান, মহাখালী বাস স্টেশনে রয়েল পেট্রোল পাম্পে লাগা আগুনের সংবাদ পাওয়া যায় রাত ৮টা ৮ মিনিটে। আগুন নির্বাপনে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করছে।

তেজগাঁও শিল্প অঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, রয়েল পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকজন আহত আছে বলে জানা গেছে।

সারাবাংলা/ইউজে/এসএসআর/এনইউ

টপ নিউজ দগ্ধ মহাখালী ফিলিং স্টেশন রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর