প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমের কোনো সম্পর্ক নেই
সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ২১:৪৮
৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১৫ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ২১:৪৮
ঢাকা: নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তবে তার সঙ্গে প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমত উল্যাহর ছেলে।
বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সারাবাংলা/এনআর/একে