‘দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার’
৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩২
ঢাকা: একতরফা নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে পল্টনের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আপনারা (সরকার) দেশটাকে যেদিকে নিয়ে যাচ্ছেন, যেভাবে মগের মল্লুক বানিয়ে দিচ্ছেন, তাতে মনে হচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে নিয়ে ঠেলে দিচ্ছেন। এই খেলাটা বন্ধ করেন।’
সাইফুল হক বলেন, ‘কীভাবে নির্বাচনটা হচ্ছে? এটা কি কোনো নির্বাচন? দেশের মানুষ কি এটাকে নির্বাচন মনে করে? করে না। নির্বাচন নিয়ে সারাদেশে কোনো খবর নাই। মনোযোগটা কোন দিকে? আওয়ামী লীগ কোন নেতার জন্য কোন সিট বরাদ্ধ করছে, কোন দলের জন্য কোন সিট বরাদ্ধ করছে। রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) প্লট বরাদ্ধের মতো আগামী পাঁচ বছরের জন্য সংসদীয় আসন বরাদ্দ দেওয়া হচ্ছে। আর এটার নাম তারা দিয়েছে নির্বাচন।’
তিনি বলেন, ‘একটা জবরদস্তিমূলক নির্বাচন করতে গিয়ে আপনারা (ক্ষমতাসীন সরকার) গ্রামকে ভাগ করে ফেলেছেন, ঘরে ঘরে হামলা করছেন, বাড়িতে বাড়িতে হামলা করছেন, সমস্ত জনপদে ত্রাসের রাজত্ব কায়েম করে কোটি কোটি মানুষকে নির্ঘুম রাত যাপনে বাধ্য করছেন।’
নির্বাচন কমিশনের উদ্দেশে সাইফুল হক বলেন, ‘কথা খুব পরিষ্কার, ‘১৪ ও ’১৮ সালের মতো আরেকটা তামাশার নির্বাচন কোনভাবে এ দেশের মানুষ বরদাশত করবে না। সুতরাং এই নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করেন। এখনও সময় আছে পরিষ্কার অবস্থান নেন। বিদ্যমান পরিস্থিতিতে কোনো জাতীয় নির্বাচন সম্ভব নয়- এ কথা সরকারকে জানিয়ে দেন। সরকার যদি সোজা পথে না হাঁটে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা পদত্যাগ করেন, সাংবিধানিক দায়িত্ব পালন করেন। অন্যথায় দেশে বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের সহযোগী হিসেবে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আগুন সন্ত্রাসী হয়েও ফেরেশতা হওয়া যায়- এটা প্রমাণ করে দিয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর। যতগুলো মামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা হয়েছে সবগুলো মামলা ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধেও করা হয়েছে। গাড়ি পোড়ানোর মামলায় যারা অভিযুক্ত হন, আওয়ামী লীগ তাদেরকে কী বলে? আগুন সন্ত্রাসী।’
‘কিন্তু আওয়ামী লীগে যোগ দিলে আগুন সন্ত্রাসী ভালো হয়ে যায়, আওয়ামী লীগে যোগ দিয়ে আগুন সন্ত্রাসী ফেরেশতা হয়ে যায়। এই ব্যারিস্টার শাহজাহান ওমর আগুন সন্ত্রাসী ছিলেন। তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার সাথে সাথে ফেরেশতা হয়ে গেছেন। এখন উনি আর জঙ্গি সন্ত্রাসী নন। তারপরে তার জামিন কীভাবে হয়, তাও আপনারা দেখলেন আর আওয়ামী লীগের টিকেট কীভাবে পাওয়া যায়, সেটাও আপনারা দেখলেন’- বলেন জোনায়েদ সাকি।
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে জেনারেল এরশাদকে অভিযুক্ত করা হতো তিনি রাজনৈতিক নেতা-কর্মীদের কেনা-বেচা করছেন, তিনি রাজনীতিকে দূষিত করছেন। আওয়ামী লীগের অনেক নেতা জেনারেল এরশাদের সময়ে এভাবে রাজনীতির কেনা-বেচার শিকার হয়েছিলেন কোরবান আলী থেকে শুরু করে অনেক। আজকে আওয়ামী লীগ সেই সামরিক স্বৈরাচারের সমস্ত পথ আরও ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে।’
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাবের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বকক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এসএম শামসুল আলম নিক্সন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভুঁইয়া প্রমুখ।
সারাবাংলা/এজেড/এনইউ