সিরাজগঞ্জ-৫ আসনের এমপি ও সাবেকমন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ
৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৩
সিরাজগঞ্জ: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) নির্বাচনি এলাকা ৬৬-এর অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও শাহজাদপুর আদালতের সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন।
নোটিশে বলা হয়েছে, উভয় প্রার্থী গত (২৮ নভেম্বর) সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়ক, উপজেলা চত্বর ও বেলকুচি বাজার এলাকায় পৃথকভাবে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা এবং সভা-সমাবেশ করেছেন। বিষয়টি স্থানীয় ও জাতীয় বিভিন্ন মিডিয়ায় প্রচারও হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, দুই প্রার্থীর শোভাযাত্রা ও সভা-সমাবেশ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নম্বর বিধি লঙ্ঘিত হয়েছে। এ কারণে নেটিশে উভয় প্রার্থীকে ১১ ডিসেম্বর দুপুরে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।
সারাবাংলা/পিটিএম
আব্দুল লতিফ বিশ্বাস কারণ দর্শানোর নোটিশ টপ নিউজ মমিন মন্ডল সাবেকমন্ত্রী সিরাজগঞ্জ-৫