আগে জাতীয় পার্টির বডি ল্যাঙ্গুয়েজটা বুঝি: ওবায়দুল কাদের
৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৮ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৩ ১৭:২১
ঢাকা: জাতীয় পার্টি ৬০ আসনে সমঝোতা চায় এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগে দেখাদেখি হোক, মুখোমুখি হোক, চোখাচোখি হোক, এটিচিউটটা কার কি বুঝি? বডি ল্যাঙ্গুয়েজটা বুঝি? বাস্তবতা বুঝি? তারপরে তো বাকি সব।
তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে যদি আসনের ব্যাপার কোনো সমঝোতা করতে হয় সে অবস্থায় তাদের তো প্রায় তিনশ’র কাছাকাছি সীট আছে। এতো সীটে তো আর সমঝোতা হবে না? এমন আশা করার বাস্তবতা নাই।
বুধবার (৬ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বসলেই আপনারা খবর পাবেন। গোপন থাকবে না।’
জাতীয় পার্টি ও কেন্দ্রীয় ১৪ দলের শরিকরাসহ সবাই আওয়ামী লীগের কাছে আসন সমঝোতায় জেতার নিশ্চয়তা চায়? এ বিষয়ে তিনি বলেন, ‘এটা মিশে যাওয়ার ব্যাপার না। যেমন-১৪ দলের দলীয় প্রার্থী অনেক আছে। সেখানে ৫ থেকে ৭ জন একোমোডেড হলো, বাকিরা তো ইলেকশন করবে। এখানে মিশে যাওয়ার বিষয় নয়। জাতীয় পার্টির সঙ্গে যদি আসনের ব্যাপার কোনো সমঝোতা করতে হয় সে অবস্থায় তাদের তো প্রায় তিনশ’র কাছাকাছি সীট আছে। এতো সীটে তো আর সমঝোতা হবে না? এমন আশা করার বাস্তবতা নাই।’
আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিল এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি এই বিতর্কে যেতে চাই না। তারা চান বলেই আমরা চেয়েছি। আর আমরাও মনে করেছি তাদের সঙ্গে আমাদের একটা জোট ছিল। তারা ইলেকশনে অংশ নিচ্ছে তাদের সঙ্গে আমরা আলোচনা করি। অসুবিধা কি?’
মানবাধিকার দিবসে সারাদেশে বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করছে বিএনপি জামায়াত দাবি করে তিনি বলেন, ‘জনসম্পৃক্ততার অভাবে আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন নাশকতা করে সেই আন্দোলনকে এগিয়ে নিতে চায়।’
তিনি বলেন, ‘বিএনপি এমন একটা দল যারা ভুলের রাজনীতি করছে এবং জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার সুত্রে যেভাবর জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাতে এক পর্যায়ে দেখা যাবে জামায়াতই বিএনপিতে মূল নেতৃত্ব দিবে আর বিএনপি হবে জামায়াতের বি-টিম।’
বিএনপি অফিসে তালা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নিজেরাই তালা লাগিয়েছে। সাহস থাকলে বের হয়ে আসুক।’
নির্বাচনে আওয়ামী লীগের বিরোধী দল বিষয়ে ওবায়দুল কাদের জানান, বিরোধী দল দাড়িয়ে যাবে। তৃনমুল বিএনপি তারা তো বৃহৎ জোট। সুপ্রিম পার্টি, আরও অনেকে আছে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এ ছাড়া, শরিক জোটের সঙ্গে আলোচনা হয়েছে। আসন বন্টন ২/১ দিনের মধ্যে বলেও জানান তিনি।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ মাহবুবউল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপদফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/ইআ