Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’ গ্রুপের মডারেটর তাপসী খানের আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৩ ০০:১০

ঢাকা: সাইবার নিরাপত্তা আইনের মামলায় ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন, ২০২৩’ নামক ফেসবুক গ্রুপের মডারেটর সুলতানা নাসরীন তাজ খান ওরফে তাপসী খানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ.কে.এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার ও সোলায়মান তুষার।

পরে আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, বর্তমান শিক্ষা কারিকুলামের গঠনমূলক সমালোচনার জন্য আলোচিত ফেসবুক পেজ ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন-২০২৩’ এর গ্রুপ মডারেটর তাপসী খানকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তিনি আরও বলেন, ‘তাপসী খানের ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে গত ২১ নভেম্বর জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সহকারী সচিব মো. আলমগীর হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ১৭/২৪/২৫/২৮/২৯/৩১/৩৩ সহ দণ্ডিবিধির ৩৭৯/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।’

আইনজীবী আরও বলেন, “সুলতানা নাসরীন তাজ খান ওরফে তাপসী খান একজন অভিভাবক। তার দুই সন্তান রাজধানীর একটি স্কুলে পড়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তিনি তার মেয়েকে জিজ্ঞেস করেন ধর্মীয় শিক্ষা পরীক্ষার বার্ষিক মূল্যায়নে তাকে কী প্রশ্ন করা হয়েছিল। জবাবে তার মেয়ে বলেন, ধর্ম সম্পর্কে কথা বলেন এমন একজন ব্যক্তির ছবি আঁকতে বলা হয় এবং ওই ব্যক্তি সম্পর্কে লিখতে বলা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাপসী খান ফেসবুক গ্রুপে লিখেন ‌‘ধর্ম পরীক্ষার মূল্যায়নে আমার মেয়েকে একজন নবীর ছবি আঁকতে বলা হয়। আমার মেয়ে ছবি আঁকেনি। মুসলিম হিসেবে এটা মেনে নিতে পারি না। কীভাবে সহ্য করব? আল্লাহ মাফ করুন।” এরপর তাপসী খানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির বলেন, ‘তাপসী খান ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা কোনোভাবেই সাইবার নিরাপত্তা অপরাধ হতে পারে না। আমরা আদালতকে বলেছি, সংবিধান অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার। তিনি কোনো ধরনের আইন লঙ্ঘন করেননি।’

শুনানি শেষে আদালত তাপসী খানকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না বলে জানান আইনজীবী হুমায়ন কবির পল্লব।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন তাপসী খান