Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি

ঢাবি করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৩ ২৩:৪৩

ঢাকা: ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওই দিন কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ মার্চ এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) হবে ৯ মার্চ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তির অনলাইন আবেদন আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে এবং চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। কেবল চারুকলা ইউনিট ছাড়া বাকি ইউনিটগুলোর পরীক্ষা দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- আবেদনপ্রক্রিয়া শেষে ভর্তিযোগ্য শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগ পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ভর্তি কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরআইআর/পিটিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর